অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএম ডিপোর অগ্নিকাণ্ড নাশকতা কিনা তা উদঘাটন করা হোক: মানবাধিকার চেয়ারম্যান

0
.

চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিষ্ফোরণের ঘটনায় যাদের গাফিলতি রয়েছে তারাই এর জন্য দায়ী, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, আমরা দায়িত্বে অবহেলা করে কারো ওপর দায় চাপানোর চেষ্টা না করি। আর এটি নাশকতা কিনা সেটিও তদন্তের মাধ্যমে উদঘাটন করা হোক।

মঙ্গলবার (০৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দগ্ধ রোগীদের দেখতে গিয়ে একথা বলেন তিনি।

মানবাধিকার চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, রোগীরাও এখানে ভালো চিকিৎসা পাচ্ছেন। ফায়ার ফাইটাররা যে আন্তরিকতার সঙ্গে ফাইট করেছেন তা প্রশংশনীয়। কনটেইনারে যে হাইড্রোজেন পার অক্সাইড রয়েছে তা পানির সংস্পর্শে এলে আরো মারাত্মক আকার ধারণ করে। এটি ফায়ার ফাইটারদের আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। এতে তারা আরো পটেকশন নিয়ে কাজ করতেন। এখানেও তারা দায়িত্বে গাফিলতি করেছেন। মৃত্যুর দায়ভার কোম্পানিকে নিতে হবে।