অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

১৪ ঘণ্টা পরও বিএম কন্টেইনারের আগুন নিয়ন্ত্রণে আসেনি

0
.

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুন ১৪ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নি। আগুনে সঙ্গে কন্টেইনারগুলোতে একের পর এক বিস্ফোরণ ঘটায় ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে।

আগুন নিভাতে গিয়ে এরই মধ্যে ফায়ার সার্ভিসের তিন কর্মী নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

রাত সাড়ে ৯টার দিকে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি সহ ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে রাত পৌনে ১১টার দিকে বিকট শব্দে কন্টেইনার বিস্ফোরিত হলে আশে পাশের কয়েক
কিলোমিটার এলাকা কেঁপে উঠে এবং আগুন সকল কন্টেইনারে ছড়িয়ে পড়ে ব্যাপক আকারে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানায় একটি কন্টেইনারে রাসায়নিক পদার্থ থাকায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিকসহ অন্তত ২শ জন আহত হয়। আজ রবিবার সকাল পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

.

সবশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি স্টেশনের ২৩টি ইউনিট কাজ করছে। দগ্ধ ও আহতদের মধ্যে ১৯ জনকে চমেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ৩০ জন এবং পুলিশ সদস্য রয়েছেন ১০ জন
আগুন নেভানোর বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, যেভাবে বিস্ফোরণ হচ্ছে তাতে আমাদের পক্ষে ভেতরে থাকা সম্ভব হয়নি। এ কারণে আমরা ডিপোর মেইনগেটে চলে এসেছি। একটানা কাজ করতে গিয়ে পানির সংকটেও ভুগতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

আগুন নেভানোর কাজ কখন শেষ হতে পারে- এমন প্রশ্নে তিনি বলেন, সেফটি ফার্স্ট। বিস্ফোরণ যেভাবে হচ্ছিল তাতে ভেতরে থাকা সম্ভব ছিল না। আগুন কতক্ষণে নেভাতে পারব, এ বিষয়ে কিছুই বলা সম্ভব নয়।

জানা যায়, পানি সংকটে কন্টেইনার ডিপোর আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। ভোরের দিকে এসে পানি ফুরিয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে পারছিলেন না।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার সময় বড় একটি বিস্ফোরণের পর আরও ১৫-২০টি বিস্ফোরণ ঘটে। ভোর ৪টার দিকেও আরও একবার বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।