অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আমবাগানে যুবদলের গাড়ীবহরে ছাত্রলীগের হামলা, ২০ নেতাকর্মী আহত

0
হাসপাতালে আহতরা।

চট্টগ্রাম রেল স্টেশনে বিএনপির সমাবেশে যোগ দিতে যাবার পথে নগরীর আমবাগান এলাকায় যুবলদ নেতাকর্মীদের গাড়ী বহরে হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা।

আজ শুক্রবার বেলা ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।  ছাত্রলীগের হামলায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে।  তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান নগর যুবদলের নেতারা।

চট্টগ্রাম মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ ছগির পাঠক ডট নিউজকে জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে আজকের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে যাওয়ার পথে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের নেতাকর্মী বহনকারী গাড়িতে (বাস) ছাত্রলীগের সন্ত্রাসী লিমন গ্রুপের সন্ত্রাসীরা আমবাগান এলাকায় গাড়ি থামিয়ে আমাদের ছেলেদের উপর এলোপাতাড়ি মারধর ছুরিকাঘাত করে।  তাদের হামলায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।

নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেন, সমাবেশে আসার সময় আমবাগার গার্লস স্বুলের সামনে বোমা ফাটিয়ে শ্যামলী পরিবহনের বাসটি থামিয়ে সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপর দা, ছুরি,কিরিচ নিয়ে হামলা চালায়।  তারা বাসের চালককেও কুপিয়েছে।  বাসটি ভাঙটুর করেছে।  আহতদের নগরীর ট্রিটমেন্ট হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকে নেয়া হয়েছে।  আহতদের মধ্যে কয়েকজনকে অস্ত্রোপচার করা হচ্ছে।

হামলায় আহতরা হলেন-৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মো ইউনুছ, যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, আকবর শাহ থানা যুবদল নেতা মুনসুর আহমেদ মোহন, পেয়ার আলী, মোমিনুল হক জনি, মো. আলী, ইব্রাহিম হোসেন সবুজ, মো. আরিফ, ইব্রাহিম হোসেন সাদ্দাম, মো. পারভেজ, মো. রাসেল, আব্দুর রহীম, মো. ইউনুছ মো. জয়, মো. কচি, মো. সাগর, মিনহাজ উদ্দিন রাবি, মো. নয়ন ও মো. সোহেল।