অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে একদিনে পুকুরে ডুবে দুইজনের মৃত্যু

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

জেলার সীতাকুণ্ডে পুকুরে ডুবে একদিনে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার পৃথক পৃথক সময়ে উপজেলার বাড়বকুণ্ড ও সৈয়দপুর এলাকায় পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।

উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহামুদাবাদ ভূঁইয়া বাড়ির মৃত মুকবুল আহম্মদের পুত্র মো.মোহাম্মদ ফোররুখ হোসেন (৭০) ও সৈয়দপুর ইউনিয়নের উত্তর পশ্চিম সৈয়দপুর এলাকার হাজি আবদুল মোতালেবের বাড়ির জাহেদুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম (৩৫)পানিতে ডুবে মারা যান।

স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান ৭০ বছরের বৃদ্ধ ফোররুখ। দুপুর পৌনে ২ টার পর অচেতন অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একইদিন পুকুরে গোসল করতে গিয়ে গৃহবধু মমতাজ বেগমকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুইটি মৃত্যুর বিষয় স্বীকার করেন সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক।