অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে রমজান জুড়ে মাঠে থাকবে বাজার মনিটরিং টিম

0
.

চট্টগ্রামে পবিত্র রমজান মাসে ভোগ্যপণ্যের বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের ৫টি টিম কাজ করছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা রমজান মাসজুড়ে নগরীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করবেন।

এছাড়া উপজেলা পর্যায়েও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন।

আজ রবিবার(৩ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, রমজান উপলক্ষে গত ১ এপ্রিল থেকে মনিটরিং টিম মাঠে কাজ করছে। রমজানে বাজার মনিটরিংয়ের জন্য ৫টি টিম প্রতিদিন মাঠে থাকবে। সকালে ৩টি টিম ১০টা থেকে দুপুর ১টা, বিকালে ২টি টিম দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাঠে থাকবে।

টিমগুলো দ্রব্যমূল্য ছাড়াও মামলামালের গুণগত মান যাচাই, দোকানে মূল্য তালিকা আছে কিনা দেখবে। এছাড়া পাহাড়তলী, চাক্তাই ও খাতুনগঞ্জের পাইকারী বাজারসহ বেশ কিছু বাজার তদরকিতে থাকবে।