অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে তিন ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ড দিবস পালিত

4
.

আজ সোমবার চান্দগাঁও-এ তিন ছাত্রলীগ নেতা হত্যাকান্ডের ২০তম দিবস পালিত হয়েছে। ১৯৯৭ সালের এই দিনে নগরীর ওমর গণি এম.ই.এস. বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র মিলনায়তন সম্পাদক শহীদ এনামুল হক, কলেজ ছাত্রলীগ নেতা আবুল মনছুর ও চান্দগাঁও ছাত্রলীগ নেতা শহীদুল আলম খানকে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ উপলক্ষে ৩ ছাত্রলীগ নেতার আত্মার শান্তি কামনায় দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।

এমইএস কলেজ ছাত্রলীগের এবং সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ নেতার হত্যাকাণ্ড দিবস উপলক্ষে ওমরগণি এম.ই.এস. বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ দিনব্যাপী কর্মসূচি পালন করেন। কর্মসূচি সমূহের মধ্যে ছিল কোরআন খতম দলীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০ টায় খাজা গরীব উল্ল্যাহ শাহ্ মাজার প্রাঙ্গণে কবরে পুস্পমাল্য অর্পন ও জেয়ারত। বাদে জোহর কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও মোনাজাত।

উল্লেখ্য ১৯৯৭ সালের ২৫ ডিসেম্বর এই দিনে চান্দগাঁও আবাসিক এলাকায় বিএনপি ও ছাত্র শিবিরের চিহ্নিত সন্ত্রাসীরা অত্যাধুনিক একে ৪৭ রাইফেল দিয়ে ব্রাশ ফায়ার করে নির্মমভাবে খুন করে এবং যেন তিন ছাত্রনেতাকে ব্রাশ ফায়ার করার পর পা দিয়ে লাতি মেরে মেরে নিশ্চিত করে মৃত্যু।

 

৪ মন্তব্য
  1. Jabed Rahim Moon বলেছেন

    চার জন!!কায়সার উদ্দিন..এনাম,মনসুর, শহিদ ভাই..

  2. Jabed Rahim Moon বলেছেন

    চার জন শহিদ ছাত্রনেতার মৃত্যুবার্ষিকী!!

  3. Saiful Islam Shilpi বলেছেন

    প্রেসরিলিজে তিনজনের নাম উল্লেখ এবং তিন জনের ছবি পাঠিয়েছে ছাত্রলীগ।

  4. Mustakim Mustakim বলেছেন

    নাস্তিক মরলে শহীদ হয়না কাতল হয় ।