অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে মুক্তিযোদ্ধা আব্দুল বারী’র ইন্তেকাল

0
.

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব আব্দুল বারী চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি—- রাজেউন)।

২৪ ডিসেম্বর শনিবার সকাল ৯ টায় নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্ঠা গণ পরিষদ ও সাবেক এম.পি ইসহাক মিয়া, উপদেষ্ঠা ড. অনুপম সেন, গৃহানয়ন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এম.পি, পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আলহাজ্ব নরুল ইসলাম বি.এস.সি, ভুমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি, সাবেক মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম.বি.এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এম.পি আলহাজ্ব নুরুল আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর হেলাল মোরশেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল মতিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা কমান্ডার মুহাম্মদ সাহাব উদ্দিন, মহানগর কমান্ডার মোজাফ্ফর আহমদ, হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমান গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।