অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে টার্কি মুরগীর খামারসহ বসতঘর

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও একটি মুরগী খামার পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার রাত ১০টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডে হাতিলোটা গ্রামের জমাদার বাড়িতে আবুল কাশেমের সেমিপাকা ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে তিনটি বসত ঘরসহ একটি মুরগী খামারও পুড়ে যায়। এতে শতাদিক টার্কি মুরগী জীবন্তদগ্ধ হয়ে যায়। আগুনে প্রায় ৮/ ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল বলেন, বাড়বকুণ্ডে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত ঘটে।