অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘এত অভাবে আর পড়িনি’

0
.

বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে।থাকেন মৌলভীবাজার শহরতলীর পাগুলিয়ায়। ভোরে কাজের সন্ধানে বের হয়েছেন। সরেজমিন শহরের চৌমুহনীতে গেলে দেখা যায় তার মতো আরও শতাধিক শ্রমজীবী মানুষ কাজের খোঁজে বের হয়েছেন।

৬ সদস্যের পরিবারের ত্রিশোর্ধ তারেক মিয়া জানান, এখন আর পেরে উঠছি না। আমার বড় পরিবার। দিনশেষে ৫-৬ শ টাকা পেয়ে চাল কিনে ডাল কেনা যায় না। আর মাছ মাংসের কথা তো আমরা চিন্তাও করতে পারি না। তারেক মিয়ার মতো এমন ১৫/২০ জনের সঙ্গে কথা বলে তাদের দুঃখ দুর্দশার একই চিত্র পাওয়া যায়।

শহরের চাঁদনীঘাটের বাসিন্দা চুনারুঘাটের ষাটোর্ধ্ব আব্দুল আউয়াল জানান, পেটের দায়ে মৌলভীবাজারে এসেছি ২ বছর হলো। এত অভাবে আর পড়িনি। এখন একদিকে জিনিসের দাম আবার সব সময় কাজও মিলে না। বাবা খাই কী করে!

ইউক্রেন রাশিয়া যুদ্ধের খবরে মৌলভীবাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় কয়েক দফা। এখন চালের কেজি ৪৫-৬০ টাকা। সবজির দাম ৪০-৫০ টাকা কেজি। মাছের বাজারে মোটামুটি স্বস্তি থাকলেও ভোজ্যতেল চিনি ময়দা ডাল ছোলা পেঁয়াজের দাম প্রতিদিন বাড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ হোসেন বলেন, বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করা হয়েছে। ১০ তারখ থেকে টিসিবির পণ্য চলে আসলে বাজারে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। সূত্র: ঢাকা টাইমস