অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে বিএমএ নির্বাচনে মুজিব-ফয়সল প্যানেল বিজয়

2
.

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নির্বাচনে মেয়র আ জ ম নাছির সমর্থিত প্যানেল ডা. মুজিবুল হক খান-ডা. ফয়সাল ইকবাল চৌধুরীর পরিষদপূর্ণ প্যানেলে নির্বাচিত হয়েছেন।

মুজিব-ফয়সাল প্যানেলের সভাপতি প্রার্থী ডা. মুজিবুল হক খান পেয়েছেন ২১১৯ ভোট ও সাধারণ সম্পাদক প্রার্থী ডা. ফয়সাল ইকবাল চৌধুরী ২২৬৮ ভোট পান।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্যানেল নাসির-মিনহাজুর পরিষদ সভাপতি প্রার্থী ডা. নাসির উদ্দীন মাহমুদ ১১২৭ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী ডা. আ.ম.ম মিনহাজুর রহমান পান ৯৫৯ ভোট।

গতকাল বৃস্পতিবার দিনভর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষে গণনা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ডা. আলাউদ্দিন মজুমদার ডা. মুজিবুল হক খান-ডা. ফয়সাল ইকবাল চৌধুরীর প্যানেলকে বিজয় ঘোষণা করেন। নির্বাচিনে মেয়র মহিউদ্দিন চৌধুরী সমর্থিত প্যানেল নাসির-মিনহাজ পরিষদ পরাজিত হন।

নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ডা. মুজিবুল হক খান, সহ-সভাপতি ডা. মনোয়ার-উল-হক শামীম, ডা. মো. সেলিম আকতার চৌধুরী, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আরিফুল আমীন, সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক ডা. মো. রবিউল করিম, সাংগঠনিক সম্পাদক ডা. এসএম মুইজ্জুল আকবর চৌধুরী, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. নূর হোসেন শাহীন, দপ্তর সম্পাদক ডা. আবুল হোসেন শাহীন, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত, সমাজসেবা সম্পাদক ডা. মো. আবুল কাশেম, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক ডা. সত্যজিৎ রায়, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. নুর উদ্দীন জাহেদ।

কার্যনির্বাহী সদস্য ডা. প্রদীপ কুমার দত্ত, ডা. মো. মাহবুব আলম, ডা. প্রীতি বড়ুয়া, ডা. মো. রিজোয়ান রেহান, ডা. মো. শাহ আলম সবুজ, ডা. মো. আকবর হোসাইন ভূঁইয়া, ডা. এএএম শাহেদ পারভেজ খান, ডা. হোসেন আহমদ, ডা. অসীম কুমার চৌধুরী ও ডা. কামাল উদ্দিন মজুমদার।

এবারের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) অংশ গ্রহণ না করায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকার দল সমর্থিত দুটি প্যানেল।

প্রতিবার নগরীর জিইসি মোড়েস্থ বিএমএ’র নিজস্ব কার্যালয়ের নির্বাচন হলেও এবার অনুষ্ঠিত হয়েছে নগরীর জামাল খান খাস্তগীর স্কুলে। ভোটে যাতে কোন পক্ষ কোন ধরনের প্রভাব বিস্তাার করতে না পারে সে লক্ষ্যে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার।

২ মন্তব্য
  1. Trendzomatic বলেছেন

    posts about are why I like this page

  2. Jamaluddin Hawladar বলেছেন

    এত আয়োজন আর বস্তি ডাক্তারের ভোট গেল কই।