অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বান্দরবানে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

0
.

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

আজ শনিবার বেলা ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

.

নিহতের নাম মংসিং শৈ মারমা (৪০)। তিনি স্থানীয় নিসামং মারমার ছেলে। মংসিং শৈ মারমা পাহাড়ে কবিরাজের কাজ করতেন। এ ছাড়া পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, মংসিং গোসল করার জন্য বাড়ির পাশে টিউবওয়েলে গেলে ৭-৮জনের একটি অস্ত্রধারী গ্রুপ এসে তাকে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছেন।

রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে একজনকে হত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং কারা জড়িত বিষয়টি নিশ্চিত নয়।