অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম বন্দরে গৃহস্থালী পণ্যের আড়ালে অস্ত্রের চালান

0
উদ্ধার হওয়া অস্ত্র।

গৃহস্থালী পণ্যের আড়ালে চট্টগ্রাম বন্দর দিয়ে আনা একটি চালান থেকে অত্যাধুনিক দুটি এইটএমএম পিস্তল ও ৬০ কার্তুজ বুলেট উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

আজ রবিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে একটি কার্টন খুলে এসব অস্ত্র জব্দ করেন কাস্টমস।
ইতালি থেকে আনা গৃহস্থালি পণ্যের চালানে লুকানো ছিল এসব অস্ত্র।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমসের উপ কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। তিনি বলেন, চালানটিতে ফ্রাইফ্যান, কসমেটিকস, হ্যান্ড ব্লেন্ডারসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য ছিল। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘চারটি পিস্তলের মধ্যে দুটি পিস্তল প্লাস্টিকের তৈরি হওয়ায় খেলনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
জানা গেছে- কাস্টমসের নথি অনুযায়ী, চালানটি এসেছে ইতালির রোম থেকে। এই চালানটি পাঠিয়েছেন রাজীব বড়ুয়া নামের এক বাংলাদেশি প্রবাসী।
চালানটি চট্টগ্রামের সিজিএস কলোনির কামরুল হাসান নামে এক ব্যক্তির ঠিকানায় এসেছে।