অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কাজীর দেউড়ি বাজারে ২১০ কেজি ওজনের কৈ কোরাল

0
.

জেলেদের জালে ধরা পড়েছে বিশাল সামদ্রিক মাছ কৈ কোরাল। ২১০ কেজি ওজনের কৈ কোরালটি কিনে নিয়েছে চট্টগ্রামের অভিজাত কাঁচা বাজার কাজীর দেউড়ি বাজারের মাছ ব্যবসায়িরা।

আজ রবিবার (২০ ফেব্রয়ারী) দুপুরে মাছটি কাজীর দেউড়ি বাজারে আনা হয়। মাছটি দেখতে এবং কেজি আকারে কিনতে অনেক ক্রেতা ভীড় জমিয়েছেন কাজীর দেউড়ি বাজারে।

.

তবে মাছটির ক্রেতা বাজারে মাছ ব্যবসায়ী মো. আনোয়ার জানিয়েছেন আগামীকাল সকাল থেকে মাছটি কেটে বিক্রি করা হবে। যার প্রতি কেজির দাম পড়বে ১২০০ টাকা। তিনি জানান, কক্সবাজারের জেলেদের জালে এই কৈ কোরাল মাছটি গতকাল দুপুরে ধরা পড়ে। তারা কক্সবাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে এটি কিনে নিয়ে আসেন। তিনি জানান, ইতোমধ্যে একশ কেজির মত মাছ অগ্রিম বিক্রি হয়ে গেছে।

কাজীর দেউড়ি বাজারের মাছ ব্যবসায়ীরা জানান, এ বাজারে ৪শ কেজির মত বড় মাছও বিক্রি হয়েছে। তবে গত ৩ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় মাছ বিক্রি হচ্ছে। কৈ কোরাল সবচেয়ে সু-স্বাদু মাছ। তাই দাম বেশি হলেও ক্রেতাদের এ মাছের প্রতি আগ্রহ বেশি।