অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৪ থেকে ১২ ঘন্টার মধ্যেই বিদেশগামীদের করোনা রিপোর্ট দিচ্ছে মেট্রোপলিটন হাসপাতাল

0
.

বিদেশগামীদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে শুরু হয়েছে প্রবাসীদের জন্য কোভিড-১৯ করোনা টেস্ট। চট্টগ্রাম নগরের জামালখানে অবস্থিত আইসোলেটেড অত্যাধুনিক এই ল্যাবে রিপোর্ট পাওয়া যাবে মাত্র ৪ থেকে ১২ ঘন্টার মধ্যেই। শুক্রবারসহ প্রতিদিন দুইবার রিপোর্ট ডেলিভারি দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালটির ল্যাব ডিরেক্টর সহকারী অধ্যাপক আবুল হাশেম।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারী) গণমাধ্যম কর্মীদের সাথে একান্ত আলাপকালে তিনি এসব তথ্য জানান।

এসময় তিনি আরো বলেন, নগরীর জামালখানে আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করেছি বিদেশ যাত্রীদের কোভিড-১৯ আরটি পিসিআর করোনা টেস্ট।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের সকল নির্দেশনা অনুসরণ করে বায়ো-সেফটি ও সিকিউরিটি গাইডলাইন মেনে, শতভাগ উন্নতমান বজায় রেখেই আমরা আমাদের ল্যাব প্রস্তুত করেছি বিদেশ যাত্রীদের করোনার টেস্টের জন্য। সঠিক সময়ে নমুনা পরীক্ষণের মাধ্যমে,নির্ভুল রিপোর্ট ও সরকার নির্ধারিত মূল্যে মানুষের হাতে তুলে দিতে বদ্ধপরিকর। কোভিড-১৯ আরটি পিসিআর হটলাইন :
+8801841-778362
+8801810-030999