অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে বাস উল্টে ১০ নারী শ্রমিক আহত

0
.

সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি :
সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়াস্থ একটি কটন মিলসের নারী শ্রমিকদের বহনকারী বাস উল্টে অন্তত ১০জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছুটি শেষে বাসে করে গন্তব্যে যাওয়ার পথে বাঁশবাড়িয়া বাজার এলাকায় ইউটার্ণ করার সময় ইউনিটেক্স টেক্সটাইল মিলের নারী শ্রমিকদের বহন করা বাসটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে ১০ নারী শ্রমিক আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘন্টা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিক দুইটি গাড়ী উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন,ইউটার্ণ নেয়ার সময় নারী শ্রমিক বহনকারী বাসটি একটি ট্রাকের ধাক্কা লেগে উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। বড় ধরণের তেমন সমস্যা হয়নি। গাড়ি দুইটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।