অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খাবার নিয়ে মন্তব্য করায় চট্টগ্রাম কর আইনজীবিদের সভায় হাতাহাতি ও চেয়ার ছুঁড়াছুড়ি (ভিডিও)

0
.
.

খাবার নিয়ে বিরোধে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে নগরীর আগ্রাবাদ সিজিএ বিল্ডিংয়ের সমিতির নিজস্ব অফিসে এ ঘটনা ঘটে।

জানাগেছে, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির ৪৭ তম বার্ষিক সাধারণ সভা চলছিল। এসময় কর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ফোরকান উদ্দীন তার বক্তব্য বলেন, ‌‍”এখানে অনেক আইনজীবী আছেন, যারা নিয়মিত প্র্যাকটিস করে না। যারা এক বেলা ভাত খাওয়ার জন্য আজকে সাধারণ সভায় এসেছে”

এ কথা বলার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম জজ কোর্টের প্রতিবাদ শুরু করেন আইনজীবিরা। এবং বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ সদস্যরা। তারা এ প্রতিবাদ জানিয়ে হৈ হুল্লুড় এবং চেয়ার ছোঁড়াছুড়ি ও হাতাহাতির ঘটনায় লিপ্ত হন।

ভিডিও-

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও ঘটনা অস্বিকার করেন কর আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সভায় হট্টগোল-হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।