অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ১২০০ ঘর

0
.

কক্সবাজারের উখিয়ার পালংখালীর শফিউল্লাহ কাটার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে ১ হাজার ২০০ ঘর পুড়ে গেছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. সিহাব কায়সার খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রবিবার (৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রোহিঙ্গা শিবিরের বি-ব্লকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে গেছে কমপক্ষে ১২০০ ঘর।

রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ৮- আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, বি-ব্লকের মোহাম্মদ আলীর (৩৫) ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ক্যাম্পের ব্লক-বি ও ব্লক-সি এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

.

আগুনের খবর পেয়ে রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত, উখিয়ার ইউএনও নিজাম উদ্দিনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। তার আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে ক্যাম্পে আগুন লাগে।