অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাস কাউকে ক্ষমা করে না- চবি উপাচার্য

3
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। জাতির পিতা বঙ্গবন্ধুকে টুঙ্গীপাড়াতে কবর দিলে ইতিহাস স্তব্ধ হয়ে যাবে বলে মনে করছিলো দোসররা। যারা সঠিক ইতিহাসকে বিকৃত করেছিল তারা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলার দ্বিতীয় দিন রবিবার (১৮ডিসেম্ব) রাত ৮টায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ইতিহাস পাল্টানোর নায়ক ছিলেন জিয়াউর রহমান। একাত্তরে সালে বেগম জিয়া কোথায় ছিল, এ বাংলার সব মানুষ জানে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে পদোন্নতি দিয়ে বেগম জিয়াকে ঘরে তুলে নিতে বলেছিলেন। কিন্তু সেই মহিলা আজ বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে কেক কেটে নিজের জন্মদিন পালন করে।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাইদুর রহমান খোকার সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার আ.হ.ম.নাছির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. হারুন মিয়া, মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল কাদের, মহাসচিব শাহনেওয়াজ হায়দার শাহীন,সাতকানিয়া পৌরমেয়র মো. জোবায়ের, আওয়ামীলীগ নেতা নুরুল হুদা, সুব্রত বিশ্বাস সিকিম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, পৌরযুবলীগের যুগ্নআহবায়ক সরোয়ার আলম। সভায় সভাপতিত্ব করেন শাকপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

৩ মন্তব্য
  1. Kauser Parvin বলেছেন

    গাজীও আপনাকে ক্ষ্মমা করবেনা তালই।।

  2. Saiful Islam Shilpi বলেছেন

    আপনার তালই নাকি #আপা..?

  3. Kauser Parvin বলেছেন

    ইফতেখার আমার সহপাঠী।আমার চাচাতো বোনের শ্বশুর।। চিটাগাং কলেজে অনেক স্মতি।