অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কাজাখস্তানে সতর্কতা ছাড়াই বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ

0
.

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে কাজাখস্তানে চলমান বিক্ষোভ অব্যাহত। এনিয়ে সর্বশেষ দেশটির প্রেসিডেন্ট সেনাদের নির্দেশ দিয়েছেন কোন ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে।

দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ বলেছেন ‘২০ হাজার দস্যু’ দেশটির প্রধান শহর আলমাটিতে হামলা চালিয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এই শহরটিতেই প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

কাসিম-জোমার্ট এই হামলার জন্য, বিদেশী প্রশিক্ষিত ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছেন। তবে তিনি এক্ষেত্রে কোন প্রমাণ দেননি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত ২৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া ১৮ জন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে বলে জানান তিনি।

এদিকে দেশটির চলমান বিক্ষোভ দমনে রাশিয়ার নেতৃত্বাধীন বাহিনী সেখানে পৌঁছেছে। কাজাখ প্রেসিডেন্টের অনুরোধে এই বাহিনী বিক্ষোভ দমনে সহায়তা করবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দেশটিতে গত শনিবার এলপিজির দাম দ্বিগুণের বেশি বাড়ানো হয়। এরপর দিন দেশটির পশ্চিমাঞ্চলের তেলসমৃদ্ধ প্রদেশ মানজিস্তাউয়ে বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ আলমাটিসহ দেশটির অন্যত্র ছড়িয়ে পড়ে। তথ্যসূত্র: বিবিসি