অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।  আজ শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

মেলা কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল কাদেরের সভাপতিত্বে ও মেলা কমিটির মহাসচিব শাহ্নেওয়াজ হায়দার শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস.এম জহিরুল আলম জাহাঙ্গীর, জেলা আ.লীগ নেতা এস.এম. এমদাদুল আলম, মুক্তিযোদ্ধা সোলায়মান কমান্ডার, এম.আবুল বশর, ইসহাক চৌধুরী, আজিম উদ্দিন, এখলাছ মিয়া, মো. মুছা, আবদুল মান্নান, চেয়ারম্যান মো. মোকারম।

৭দিন ব্যাপী মুক্তিযোদ্ধা বিজয়মেলা উদ্বোধন করে বিজয় র‌্যালী  বোয়ালখালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

প্রধান অতিথি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধাসহ শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়ন সাধারণ জনগনের কাছে তুলে ধরতে হবে। আগামী বছরে মাঝামাঝি দক্ষিণ কুরিয়ার অর্থায়নে প্রায় হাজার কোটি টাকার কালুরঘাট রেলওয়ে সেতুর টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন পৌর আ.লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, নুরুল গণি শাহ, শেখ শহিদুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবদুল মান্নান রানা, উপজেলা মহিলা আ.লীগের আহবায়ক শামীম আরা বেগম, জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি সাইদুর রহমান খোকা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. দিদারুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক সাইদুল আলম, স্বেচ্ছা সেবকলীগ নেতা মো. মোশাররফ হোসেন, আ.লীগ নেতা মোস্তাফা কামাল, হাজী হামিদুল হক, রনজিত সেন, মিন্টু সিকদার, মো. রফিক, ওয়াসিম মুরাদ, কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, বিশ্বজিত চৌধুরী বিশু, ইসমাইল হোসেন বাচা, নুরুল আমিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আনিছুর রহমান বাবর, হাবিবুল্লাহ খান সোহেল, সাঈদ হেলাল, সাংবাদিক সৈয়দ মো. নজরুল ইসলাম, পৌর যুবলীগের আহবায়ক শেখ আরিফ উদ্দিন জুয়েল, যুগ্ম আহবায়ক সরোয়ার আলম, যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান, মোখতেয়ার হোসেন মিন্টু, মোরশেদ আলম জনি, জাবেদ হায়দার, মো. রাসেল, সত্যজিত সরকার পিন্টু, ছাত্রলীগ নেতা মহসিন কামাল রুবেল, সাইফুল আলম, মো. আনোয়ার, মো. সেলিম, পৌর ছাত্রলীগের আহবায়ক গিয়াস উদ্দিন সুমন, জাহাঙ্গীর রেজা, অজয় মহাজন প্রমুখ।

মেলার উদ্বোধন শেষে বিজয় র‌্যালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।