অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আগামী দুইদিন সেন্টমার্টিন যেতে পারবে না পর্যটকরা

0
.

পর্যটকদের জন্য সেন্টমার্টিন দুই দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ শনিবার (২৫ ডিসেম্বর) এবং আগামীকাল রবিবার সেন্টমার্টিনে কোনো পর্যটক প্রবেশ করতে পারবে না।

টেকনাফ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এই নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ২৭ ডিসেম্বর থেকে যথারীতি ভ্রমণ কার্যক্রম চালু হবে। তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী।

আগামীকাল ২৬ ডিসেম্বর টেকনাফে একটি পৌরসভা ও দুটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে থেকে যারা বহিরাগত হিসেবে টেকনাফে ছিল তাদেরকে গতকাল শুক্রবার বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রতিদিন ১০ হাজারেরও বেশি পর্যটক টেকনাফে প্রবেশ করে থাকেন। ইদানীং এই সংখ্যাটা আরও বেশি। কারণ, করোনার কারণে দীর্ঘদিন ভ্রমণ বন্ধ ছিল। নিষেধাজ্ঞা ঘোষণার পাশাপাশি নৌপথে টেকনাফ-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন এবং চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।