অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নারী পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুই

0
.

বান্দরবানের সাঙ্গুনদীতে গোসল করতে নেমে মারা গেছেন মারিয়া ইসলাম নামে এক নারী পর্যটক।  নিখোঁজ আছেন একই পরিবারের আরও দু’জন।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় নৌকাযোগে বাদুর ঝর্ণা দেখতে যায় ১০ পর্যটকের একটি দল। এই দলের সবাই ছিলেন একই পরিবারের। এ সময় গোসল করতে নেমে তানিফ ইসলাম নামের একজন তলিয়ে যেতে থাকেন। তাকে উদ্ধারে এগিয়ে যায় আরও ৪ জন। সেসময় পরিবারের ৫ জন পানির স্রোতে ভেসে যেতে থাকলে ৩ জনকে উদ্ধার করে স্থানীয়রা।

এরই মধ্যে মারিয়া ইসলামকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে মারিয়ার খালাতো ভাই আহনাফ আকিব ও মারিয়া বিনতে জহির। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক পর্যটক মারা গেছে এবং ২ পর্যটক নিখোঁজ হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়।