অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খুনের এক বছর পর রোহিঙ্গা নেতা সৈয়দ আমীনের মরদেহ উদ্ধার

0
.

হত্যার এক বছর পর মাটির নীচ থেকে সৈয়দ আমীন (৪০) নামের এক রোহিঙ্গা নেতার লাশ উদ্ধার করেছে ৮নং আর্মড পুলিশ (এপিবিএন)।

শনিবার (১৯ ডিসেম্বর) উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাকমারকুল এলাকার এম ব্লকের সাবেক রোহিঙ্গা মাঝির ইয়াকুবের ঘর থেকে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম।

ঘটনায় জড়িত ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন উখিয়া হাকিমপাড়া ক্যাম্প-১৪ ই/৩ ব্লকের বাসিন্দা মোঃ ইসলাম (২২), আব্দুল মোন্নাফ (২৬), মোঃ ইলিয়াস (২৮)।

পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গত জানুয়ারীতে সৈয়দ আমীনকে অপহরণ করে নিয়ে যায় রোহিঙ্গা দুস্কৃতিকারীরা। তারা ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এক বছর পর অপহরণ রহস্যের জট খুলতে গিয়ে তিন রোহিঙ্গাকে আটক করে আমর্ড পুলিশ (এপিবিএন)। তাদের জিজ্ঞাসাবাদে সৈয়দ আমিনের লাশের সন্ধান পাওয়া যায়। লাশটির গলা কাটা ও শরীরের একাধিকত স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অপহৃত সৈয়দ আমীনের লাশ উদ্ধারের পরে তার স্ত্রী হাসান বশর লাশটি তার স্বামীর বলে নিশ্চিত করেন।