অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

0
.

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে দেশের সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) শুক্রবার জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে।

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টার দিকে নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ১৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে এক হাজার ১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা বন্দর থেকে এক হাজার ৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা বন্দর থেকে এক হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণ পূর্বে কেন্দ্রীভূত ছিল।

এটি আরও ঘনীভূত হতে পারে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ প্রায় ৫০ কিলোমিটার যা প্রতি ঘণ্টায় বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি আসতে বলা হয়েছে। এছাড়া তাদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।