অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অর্ধেক ভাড়ার দাবীতে চট্টগ্রামেও বিক্ষোভ শিক্ষার্থীদের

0
.

গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবীতে চট্টগ্রামেও বিক্ষোভ চলছে।

রাজধানী ঢাকায় শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হলেও চট্টগ্রামে এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

ফলে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন অব্যাহত রেখেছে। এছাড়াও দ্রুততম সময়ে ৯ দফা দাবি মেনে নেয়ার পাশাপাশি প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিতের দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

.

আজ বুধবার (১ ডিসেম্বর) দুপুর থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সড়কের একপাশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, শুধু ঢাকায় অর্ধেক পাস কার্যকর করলে হবে না। চট্টগ্রামেও হাফ পাস কার্যকর করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা হবে না, ততদিন আমাদের আন্দোলন চলবে। এসময় অর্ধেক ভাড়া কার্যকর ও নয় দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র ফেডারেশনের যুগ্ম-আহবায়ক (নগর) সাইফুর রুদ্র বলেন, আন্দোলনের মাঝামাঝি সময়ে একদল ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী বেশে সমাবেশ পন্ড করার চেষ্টা করে। এতে লালদিঘির পাড়ে এসে মিছিল-সমাবেশ শেষ করে শিক্ষার্থীরা।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘প্রেস ক্লাবের সামনে ১০-১২ জন শিক্ষার্থী অবস্থান নেয়। তারা সেখানে হাফ ভাড়া আর নিরাপদ সড়কের দাবি নিয়ে কথা বলছেন। ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো সমস্যা নেই।’