অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মেক্সিকোয় ৩৭ বাংলাদেশীসহ ১২ দেশের ৬০০ অভিবাসনপ্রত্যাশী আটক

0
ছবি: বার্তা সংস্থা রয়টার্স

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ প্রদেশে বাংলাদেশের ৩৭ জনসহ মোট ১২ দেশের ছয় শ’ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। দুটি ট্রাকের পেছনে তারা লুকিয়ে ছিলেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট-আইএনএম শনিবার জানিয়েছে, আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই প্রতিবেশী দেশ গুয়াতেমালা থেকে এসেছেন।

আইএনএম জানিয়েছে, বাংলাদেশের ৩৭ জন ছাড়াও আটক ছয় শ’ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে রয়েছেন গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩ জন, ডোমিনিকান রিপাবলিকের ৪০ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন, কিউবার আটজন, ঘানার ছয়জন, ভেনেজুয়েলার চারজন, ইকুয়েডরের চারজন, ভারতের একজন এবং ক্যামেরুনের একজন। শুক্রবার দুটি ট্রাকের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় তাদের পাওয়া গেছে।

আইএনএম আরো জানিয়েছে, আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী। তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে অথবা মেক্সিকোতে থাকার সুযোগ দেয়া হবে।

অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগ মধ্য আমেরিকার। এবং অন্যান্য দেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে আসেন।