অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাসে হাফ পাস দেওয়ায় ধর্ষণের হুমকি: রাস্তায় বদরুন্নেসার ছাত্রীরা

0
.

বাসে হাফ পাস দিতে গেলে হেলপারের বাজে ভাষায় গালি ও ধর্ষণের হুমকির প্রতিবাদে রাস্তা অবরোধ করেছে বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা।

রোববার সকাল ৯টা থেকে রাজধানীর বকশি বাজার সিগন্যালে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছিল।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়া নিশ্চিত করাসহ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনের সময় উদয়ন স্কুলের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেন। শিক্ষার্থীদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে সাংবাদিকদের জানায়।

আন্দোলনরত একজন শিক্ষার্থী বলেন, আজকে আমাদের স্বাধীন দেশে আমরা নিরাপদ নই। একজন বাসের হেলপারের কাছে আমাদের হেনস্থা হতে হয়। এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। আমরা হাফ পাস নিশ্চিত ও বিচার না পাওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যাবো না।

উল্লেখ্য, বেগম বদরুন্নেসা কলেজের এক শিক্ষার্থী ঠিকানা বাসে হাফ ভাড়া দিতে চাইলে বাসের চালক ও হেলপার তার সাথে বাজে ভাষায় কথাবার্তা বলে এবং ধর্ষণের হুমকি দেয়।