অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে নির্বাচনের আগেই বিনা ভোটে চেয়ারম্যান হলেন ৪জন

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ভোটের আগেই আওয়ামী লীগ সমর্থিত ৪ জন বিনা ভেটে চেয়াারম্যান নির্বাচিত হয়েছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে জেলার সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলা নির্বাচনী কার্যালয়ে নির্বাচন কর্মকতা কামরুল হাসানের নিকট চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।

উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৩৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তবে ৪টি ইউনিয়নে প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে তারা আওয়ামী লীগের নৌকা সমর্থিত ৪ জন্য বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন।

ইউনিয়নগুলো হচ্ছে-উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন (তাজুল ইসলাম নিজামী), ২নং মুরাদপুর ইউনিয়ন (রেজাউল করিম বাহার), ৭নং কুমিরা ইউনিয়ন (মোরশেদ হোসেন চৌধুরী) এবং ৮নং সোনাইছড়ি ইউনিয়ন (মনির আহমেদ)।  তাদের সাথে চেয়ারম্যান পদে প্রতিদন্ধী প্রার্থী না থাকায় বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। বাকী ইউপিতে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৯ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ৯জন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী। এছড়া জাতীয় পাটি থেকে বাড়বকুণ্ড ইউপিতে ১ জন, অন্যান্য ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ৮জন প্রতিদ্বন্ধিতা করবেন।