অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তোফায়েলকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়া হয়েছে

0
.

উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে ভারতের রাজধানী নয়াদিল্লি নেওয়া হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় বলে তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান। তার শারীরিক অবস্থা ভালো আছে।

স্ট্রোক করায় গত ৩০ আগস্ট তোফায়েল আহমেদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের বলেন, উনার মাইল্ড স্ট্রোক হয়েছিল। স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে উনাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, দিল্লির ওই হাসপাতালে এর আগে তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল।

তোফায়েল আহমেদের কার্ডিওলজি ও নিউরোলজির কিছু সমস্যা ছিল। ৩০ আগস্ট শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বপালন করেছেন ৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ। তিনি পাঁচবার সংসদ সদস্য হন।