অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে নাশকতা মামলায় শামীম বক্কর ও সুফিয়ানসহ ১৫ বিএনপি নেতার জামিন

0
.

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বিএনপির সংঘর্ষের পর পুলিশের দায়ের করা নাশকতা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন ১৫ নেতা।

আজ বুুধবার বিকাল সাড়ে তিনটার দিকে হাইকোর্টের যৌথ বেঞ্চ বিচারপতি হাবিবুল গনি ও রিয়াজ উদ্দীন খানের আদালত তাদেরকে জামিন দেন।

চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিনপ্রাপ্ত নেতারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, সদস্য আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন।

আদালতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

উল্লেখ্য- ২৯ মার্চ চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করে।  উল্টো এ ঘটনায় নাশকতার অভিযোগে সিএমপির কোতোয়ালি থানায় দুইটি মামলা দায়ের করা হয়।