অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ২০৬ জন,মৃত্যু ২ জনের

0
.

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৮৩ নমুনা পরীক্ষায় ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ১২১ জন, বিভিন্ন উপজেলার ৮৫ জন।এনিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৯ হাজার ৩৪১ জন।

এইদিন চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২ জন। এনিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২২৭ জন।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

নগরীতে আক্রান্ত ১২১ জনের মধ্যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৭ টি নমুনা পরীক্ষায় ২৬ জন ও বিআইটিআইডিতে ৫৬৭ টি নমুনা পরীক্ষায় ৮৬ জন শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৭৪ টি নমুনা পরীক্ষায় ১৭ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০৪ টি নমুনা পরীক্ষায় ২৬ জন শনাক্ত হয়।

ইমপেরিয়াল হাসপাতালে ৭২ টি নমুনা পরীক্ষায় ৫ জন, শেভরনে ৩১৪ টি নমুনা পরীক্ষায় ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৪ টি নমুনা পরীক্ষায় ৯ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১ টি নমৃুনা পরীক্ষায় ৫ জন ও ইপিক হেলথ কেয়ারে ৬৫ জনের নমুনা পরীক্ষায় ১৮ শনাক্ত হয়।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৭ জনের নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।

উপজেলার ৮৫ জনের মধ্যে, হাটহাজারীতে ১৬, লোহাগাড়ার ১২, রাউজানের ১১, সীতাকুণ্ডের ১০, রাঙ্গুনিয়ার ৯, ফটিকছড়ির ৯, সাতকানিয়ার ৭, মিরসরাইয়ের ৭, বোয়ালখালীর ২ এবং আনোয়ারা ও সন্দ্বীপের ১ জন শনাক্ত হয়।