অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভাসানচরে লেকের পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

0
.

নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর ভাসানচরে খেলতে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পানিতে পড়ে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

তারা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪নং ক্লাস্টারের দলিলুর রহমানের ছেলে মো.আনিসুর রহমান আনাস (৬) ও মো.জামাল হোসেন (৯) এবং একই ক্লাস্টারের আবদুস সবুরের মেয়ে মোছাস্মৎ হাফসা (৫)

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প ৩ এর চেয়ারম্যান দীঘির লেকের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার ৪জন শিশু ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪নং ক্লাস্টার থেকে খেলতে বের হয়। তারা খেলতে গিয়ে চেয়ারম্যানের দীঘির লেকের পানিতে ডুবে গেলে তাদের অপর সঙ্গী জুনায়েদ দৌঁড়ে এসে নিকটবর্তী ক্লাস্টারের রোহিঙ্গাদের বিষয়টি জানায়। এরপর রোহিঙ্গারা বেলা সাড়ে ১১টার দিকে ৩জনকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহত শিশুদের মরদেহ হাসপাতাল থেকে তাদের স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।মৃত শিশুদের ধর্মীয় রীতি দাফনের ব্যবস্থা চলছে।