অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফেনীতে প্রবাসী স্বামীকে হত্যাকারী পলাতক রোকেয়া চট্টগ্রামে গ্রেফতার

0
.

ফেনীতে মো. সোহেল নামে প্রবাসী স্বামীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পলাতক স্ত্রী রোকেয়া আক্তার শিউলী (২৮)কে গ্রেফতার করেছে র‌্যাব।  গ্রেফতারের সময় প্রবাসীর দুই সন্তানকেও উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের এক ক্ষুদ্ধ বার্তায়।

আজ শনিবার ২১ আগস্ট রাতে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার। আগামীকাল সকালে র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে।

একটি সূত্রে জানাগেছেম ফেনী থেকে পালিয়ে রামগড় দিয়ে শিউলী দুই সন্তান নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা চলে আসে। আজ শনিবার দিনভর ফটিকছড়ির বিভিন্ন এলাকায় ঘুরে ঘরে ভাড়া বাসা খুঁজেছে।  গোপন সংবাদের ভিক্তিতে রাতে র‌্যাব-৭ এর একটি টিম তাকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য গতকাল শুক্রবার (২০আগস্ট) ফেনী শহরের সুফি সদর উদ্দিন সড়কে চৌধুরী সুলতানা ভবনে প্রবাসী স্বামী মো. সোহেলকে কুপিয়ে ও গলা হত্যার পর দুই সন্তান নিয়ে পালিয়ে যায় রোকেয়া আক্তার শিউলী।

প্রবাসী সোহেল (৩৫) পরিবার নিয়ে ওই ভবনের ষষ্ঠ তলায় থাকতেন। নিহত সোহেল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল প্রায় ১২ বছর ধরে দুবাই ছিলেন। আট বছর আগে দেশে ফিরে তিনি চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শিউলি আক্তারকে বিয়ে করেন। এরপর আবার দুবাই চলে যান। এক মাস আগে দুবাই থেকে তিন মাসের ছুটিতে দেশে আসেন সোহেল।

এর মধ্যে বৃহস্পতিবার রাতে সোহেলকে কুপিয়ে হত্যার পর দুই সন্তান রিহান (৭) ও জান্নাতকে (৪) নিয়ে পালিয়ে যান শিউলি। গভীর রাতে বের হওয়ার সময় বাসার দারোয়ানকে জানান, তার বাবা মারা গেছেন, সেখানে যাচ্ছেন।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।