অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লটারীর নামে প্রতারণা, চট্টগ্রামে ডিবির অভিযান

0
screenshot_4
.

চট্টগ্রামের কাজীর দেউড়িতে অবৈধ লটারী বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৩০ সদস্যের ডিবি দল কাজীর দেউড়ির ৪/৫টি ফ্ল্যাক্সি লোডের দোকানে অভিযান চালায়।

এসময় এ্যপোলো শপিং সেন্টার নীচ তলায় অবস্থিত রুমি টেলিকমের মালিক রুমিসহ অন্তত ৬ ব্যবসায়িকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ ওয়েল ফেয়ারের কথিত টিকেট। এবং টিকেট বিক্রির টাকা।

তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নগর গোয়েন্টা পুলিশ বিস্তারিত তথ্য জানাতে পারেন নি।

screenshot_5
.

উল্লেখ্য গত এক মাস যাবত পিবিডিএফ নামে ঢাকার মিরপুরের ঠিকানায় একটি প্রতিষ্ঠানের নামে ওয়েল ফেয়ার লটারীর টিকেট বিক্রি করে আসছিল নগরীর বিভিন্ন টেলিফোন সেন্টার ও ফ্ল্যাক্সি লোডের দোকানগুলোতে।

নগরীর কাজীর দেউড়ি এলাকায় শ্রমজীবি খেটে খাওয়া মানুষের বিচরণ। তাদের পুঁঁজি করে কতিপয় ব্যবসায়ি নগদ টাকার লোভনীয় পুরস্কার ঘোষণা দিয়ে অবৈধ লটারী বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে থাকে।

প্রতিটি লটারী ২০, ৫০ ১০০টাকা করে বিক্রি করে আসছিল। টিকেটের গায়ে গোপন নাম্বার মিলানোর পর যান নাম্বার মিলবে সে গোপনে লেখা টাকার অংক সমপরিমাণ টাকা লাভ করবে।

দেখা গেছে দু একজন লটারী পেলেও হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা খুইয়ে প্রতারিত হচ্ছে। কথিত এ লটারীর মাধ্যমে।