অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে একদিনে আরও ১২ জনের মৃত্যু,শনাক্ত ৮৪৮ জন

0
.

বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১২ জনের। এদের মধ্যে নগরীর ৪ জন ও উপজেলার ৮ জন। এনিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃত্যু হলো ৮৯৭ জন।যাদের মধ্যে নগরীতে ৫৪৭ জন এবং উপজেলায় ৩৫০ জন

রবিবার চট্টগ্রামে ২ হাজার ২৮২ টি নমুনা পরীক্ষায় করোনায় শনাক্ত হয়েছে ৮৪৮ জন। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৪৮০ জন ও উপজেলার ৩৬৮ জন। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হলো ৭৬ হাজার ৩২৩ জন

আজ সোমবার (২৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১১৯ টি নমুনা পরীক্ষায় ৫৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৩৮ টি নমুনা পরীক্ষায় ১১৮ জন,চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২০ টি নমুনা পরীক্ষায় ৭৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩২২ টি নমুনা পরীক্ষায় ৮৫ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৩১ জন, এন্টিজেন টেস্ট এ ১০৪৪ জনের নমুনা পরীক্ষায় ৩৪৪ জন, ইমপেরিয়ার হাসপাতালে ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ৬৫, আরটিআরএল ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ৪৯ জন ও ইপিক হেলথ কেয়ারে ৪৬ টি নমুনা পরীক্ষায় ৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

উপজেলায় ২৬৮ জনের মধ্যে লোহাগাড়ায় ১৬ জন, সাতকানিয়ায় ৭ জন, বাঁশখালী ৯ জন, আনোয়ারায় ৩,চন্দনাইশ ৩০, পটিয়া ৪৩ জন, বোয়ালখালী ৩৮ জন, রাঙ্গুনিয়া ৩২, রাউজান ৪ জন, ফটিকছড়ি ১৪ জন, হাটহাজারী ১০ জন, সীতাকুণ্ড ১৭ জন, মিরসরাই ১২ ও সন্দ্বীপ ৩৩ জন শনাক্ত হয়।