অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কুমিরা ঘাটে সাগরে পড়ে যুবক নিখোঁজ

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার সীতাকুণ্ডের কুমিরা উপকূলে সাগরে বরশি দিয়ে মাছ ধরার সময় নুর করিম (৩৭) নামের এক যুবক পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন।

আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা-সন্দ্বীপ ফেরী ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ ছোট কুমিরা ইউনিয়নের হিঙ্গুরীপাড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের পুত্র।

খবর পেয়ে প্রথমে কোষ্টগার্ড, নৌ পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়।

.

জানা যায়, নিখোঁজ করিম বড়শি নিয়ে সাগরে মাছ ধরার সময় তার বড়শিটি পানিতে পড়ে গেলে সে সেটি নিতে পানিতে নামলে সাগরের প্রবল স্রোতে সে তলিয়ে যায়। তার সাথে থাকা মোঃ শহিদ জানান, নুর করিম বরশি দিয়ে মাছ ধরার সময় তার বড়শিটা পাথরের সাথে আটকে গেলে সে বড়শি নিতে পানিতে নামে, এসময় প্রবল স্রোতে সে মুহূর্তেই ডুবে যায়।

এদিকে বিকাল চারটার সময় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়।

এব্যাপারে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোলতান মাহমুদ বলেন, আমরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান পাইনি। এদিকে রাতে এ নিউজ লিখা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি।  জোয়ার না থাকায় রাতে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে বলে  জানান সোলতান মাহমুদ।