অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ সহস্রাধিক করোনা রোগী শনাক্ত: ১০ জনের মৃত্যু

0
.

বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৬৫২ জন এবং উপজেলাগুলোতে ৩৫১ জন। এনিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৭ হাজার ৭৮৭ জন।

এই দিন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এদের মধ্যে নগরীর ৪ জন ও উপজেলার ৬ জন। এনিয়ে চট্টগ্রামে মোট মৃত্যু হলো ৮০০ জনের।

আজ বুধবার ভোরে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

নগরীর নয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব এবং এন্টিজেন টেস্টে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষার মধ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৫ টি নমুনা পরীক্ষায় ৮১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৫৭ টি নমুনা পরীক্ষায় ১৯১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪০৭ টি নমুনা পরীক্ষায় ১৩৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০৫ টি নমুনা পরীক্ষায় ৭৮ জন শনাক্ত হয়।

ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৯২ টি নমুনা পরীক্ষা ৬৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৪ টি নমুনা পরীক্ষায় ৩৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২২ টি নমুনা পরীক্ষায় ১৪ জন, এবং এন্টিজেনে ৭১৩ টি নমুনা পরীক্ষায় ২৩৫ জন ও এপিক হেলথ কেয়ারে ১০৩ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। আ রটি এ ল্যাবে ৩১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়২৪ জনের। এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬ জনের নমুনা পরীক্ষায় কারো শনাক্ত হয়নি।

উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ৭৫ জন, সীতাকুণ্ডে ৪৫ জন, রাউজানে ২২ জন, ফটিকছড়িতে ২৭ জন, মিরসরাইয়ে ২৮ জন, রাঙ্গুনিয়ায় ১০ জন, বোয়ালখালীতে ৩২ জন, আনোয়ারায় ৩৪ জন, পটিয়ায় ১৭ জন, সন্দ্বীপে ৬ জন, চন্দনাইশে ১৯ জন, বাঁশখালীতে ১২ জন, লোহাগাড়ায় ৮ জন এবং সাতকানিয়ায় ১৬ জন।