অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কবুতর খাওয়ার অপরাধে কর্ণফুলীতে বিপন্ন প্রাণী ‘গন্ধগোকুল’ হত্যা

0
.

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম কর্ণফুলীতে কবুতর খাওয়ার অপরাধে ফাঁদ পেতে বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল (স্থানীয় ভাষায় খাটাস) প্রাণী ধরে সেটিকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন একদল যুবক। হত্যার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে সম্প্রচারও করা হয়েছে।

আজ শুক্রবার (২ জুলাই) দুপুরে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাণী কল্যাণ সংগঠন সোসাইটি অব রাইজ ফর পজ অ্যান্ড ক্লজ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরলে সেটি সবার নজরে আসে।

এশিয়ান পাম সিভেট নামের এ প্রাণীটি প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএন’র লাল তালিকাভুক্ত বিপন্ন প্রাণী।

হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দৌলতপুর গ্রামের যুবক সাইফুল্লাহ খালেদ তাসিন লিখেছেন, ২০টি কবুতর খাওয়ার ‘অপরাধে’ এটিকে হত্যা করা হয়েছে। যদিও অনেকে ওই পোস্টর নিচে প্রাণীটিকে হত্যা না করে বনবিভাগের কাছে হস্তান্তর করার অনুরোধ জানান।

সাইফুল্লাহ খালেদ তাসিনের ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ইউসুফ বলেন, ‘দুপুরের দিকে এক পারিবারিক সালিসে যাওয়ার পথে গাড়ি থেকে একদল যুবককে একটি প্রাণীকে খাঁচায় নিয়ে চলে যেতে দেখেছি। তবে, পরে কী হয়েছে সেটা জানি না।’ প্রতি রাতে কবুতর খেয়ে ফেলায় অনেকে অতিষ্ঠ ছিলেন বলেও জানান তিনি।

চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াসিন নেয়াজ জানান, তারা বিষয়টি শুনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে বন্যপ্রাণী পরিদর্শককে পাঠানো হয়েছে।