অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কোম্পানীগঞ্জে দ্বিতীয় দিনের অবরোধ চলছে, ৮ ইউনিয়ন অচল

0
.

নোয়াখালী জেলা প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর কাদের মির্জার নেতৃত্বে হামলার প্রতিবাদে উপজেলা আ’লীগের ডাকা দ্বিতীয় দিনের অবরোধ চলছে।

আবদুল কাদের মির্জা ও তার অনুসারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধে উপজেলা বিভিন্ন বাজারের অনেক দোকানপাট বন্ধ রয়েছে।

.

আজ রবিবার (১৩ জুন) অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পিকেটিং ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। উপজেলার বসুরহাট সড়ক-চাপরাশিরহাট সড়ক, বাংলাবাজার-চাপরাশিরহাট সড়ক, চরএলাহী সড়ক, বসুরহাট-চরপার্বতী সড়কসহ বিভিন্ন সড়কে অবরোধকারীরা গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুল জ¦ালিয়ে বিক্ষোভ মিছিল করছে। ফলে ৮টি ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক থেকে উপজেলার প্রধান শহর বসুরহাটের সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে বসুরহাট পৌরসভা এলাকায় ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও অবরোধের তেমন প্রভাব পড়েনি। এছাড়া ৮টি ইউনিয়ন সর্বাত্মক অবরোধ কার্যত অচল ছিল।

উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‌্যাব অবস্থান নিয়েছে। র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সড়কগুলোতে টহল দিচ্ছে এবং সড়কে ফেলে রাখা গাছেরগুড়িসহ প্রতিবন্ধকতা তুলে নিচ্ছে।

.

এদিকে মিজানুর বাদলের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে বিকেলে বসুরহাটে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাদল সমর্থিত উপজেলা আ’লীগ। উপজেলা আ.লীগের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জু বলেন, ৪৮ ঘন্টার অবরোধের মধ্যে দাবী মানা না হলে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জিয়াউল হক মীর জানান, অবরোধকে ঘিরে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তায় ব্যারিকেড গুলো সরিয়ে দিচ্চে।