অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে করোনায় ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু: শনাক্ত ১২৯

0
.

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে সোমবার মারা গেছেন আরও দুজন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১২৯ জন। এ নিয়ে মোট শনাক্ত গিয়ে দাঁড়ালো ৫৪ হাজার ২২১ জনে। নতুন করে আরও দুইজনসহ এ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৩১ জন।

সিভিল সার্জন কার্যালয় থেকে মঙ্গলবার (৮ জুন) সকালে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের নয়টি ল্যাবে ১ হাজার ৪৩টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৫টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩০৪টি নমুনা পরীক্ষা করে ৩৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৩৪টি নমুনা থেকে ২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৩টি পরীক্ষা করে ২৪ জনের নমুনায় করোনা ভাইরাস পেয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০১টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।

শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৬৫টি নমুনা পরীক্ষা করে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষা করে ৮ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৭টি নমুনা পরীক্ষা করে ৬ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩টি নমুনা পরীক্ষা করে কারো দেহেই করোনা পায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৪৩ জনের। করোনা অস্তিত্ব মিলেছে ১২৯ জনের দেহে। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৮৯ জন এবং উপজেলার বাসিন্দা ৪০ জন।