অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পাহাড়তলীতে দুই শিশুকে পাশবিক নির্যাতন: মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

0
শিক্ষক আজিজুর রহমান আজিজ।

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকার আব্দুল আলী নগর এলাকায় একটি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীর (ছাত্র) ওপর পাশবিক নির্যাতনের অভিযোগে দারুস সুন্নহ্ আল ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান আজিজকে পুলিশ গ্রেফতার করেছে।

আজ বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে হাজির করলে তিনি আদালতের সামনে স্বীকারোক্তি জবানবন্দিতে ঘটনা স্বীকার করেন।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান ইমাম পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- গ্রেফতারকৃত মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান আজিজকে আদালতে সোপর্দ করা হলে সে স্বেচ্ছায় ফৌঃ কাঃ বি আইনের ১৬৪ ধরায় জবানবন্দি প্রদান করেন।

ঘটনার বিবরণে পুলিশ জানায়  রহিম (১০), করিম (১১) (ছদ্মনাম) দুই শিক্ষার্থী পাহাড়তলী আব্দুল আলী নগর দারুস সুন্নহ্ আল ইসলামীয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। একই মাদ্রাসায় দীর্ঘদিন যাবত হেফজ বিভাগে শিক্ষকতা করে আসছিলেন মাদ্রাসায় শিক্ষক আজিজুর রহমান আজিজ। তিনি নিজেকে হাফেজ পরিচয়ে মাদ্রাসায় অধ্যায়রত শিশুদের অভিভাবকদের কাছে ভাল সেজে কমলমতি শিশুদের ওপর পাশবিক নির্যাতন (বলৎকার) করে আসছিল।

সম্প্রতি শিক্ষক আজিজুর রহমান আজিজ এর বিরুদ্ধে মাদ্রাসায় অধ্যায়নরত দুই শিশুর অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পাহাড়তলী থানা পুলিশ গতকাল ২৬ মে মাদ্রাসায় অভিযান চালিয়ে শিক্ষক আজিজুর রহমান আজিজকে গ্রেফাতার করে।

গ্রেফতারকৃত শিক্ষক আজিজুর রহমান আজিজ (২৬) কক্সবাজারের উঁখিয়া বটতলী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।