অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়ির লোকালয়ে ফের মেছো বাঘের হানা

0
আটক মেছো বাঘ।

জেলার ফটিকছড়িতে ২৭ দিনের ব্যবধানে ধরা পড়েছে আরও একটি মেছো বাঘ।  আজ মঙ্গলবার রাতে উপজেলার রোসাংগিরী ইউনিয়নের আজিমনগর এনাম সওদাগর বাড়ির পার্শ্ববর্তী বিল থেকে এ মেছো বাঘটিকে ধরে স্থানীয়রা। পরে এটি বনবিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত কয়দিন ধরে লোকায়ে এসে বাঘটি অতর্কিত ভাবে এলাকার মানুষের হাসমুরগীর উপর ঝাঁপিয়ে পড়ছিল। ওই বাড়ির কয়েকজন যুবক আম পাড়তে গিয়ে বিলের মধ্যে বাঘটিকে দেখতে পায়। দীর্ঘ সময় চেষ্টার চালিয়ে মেছো বাঘটি ধরতে সক্ষম হয়।

এদিকে মেছো বাঘটি আটকের খবর দ্রুত এলাকায় আতংক ছড়িয়ে পড়লে আশেপাশের সাধারণ মানুষ একনজর দেখতে ছুটে আসে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, এটি একটি বিপন্ন প্রজাতির তালিকার প্রাণী। এগুলোকে মেছোবাঘ বা বনবিড়ালও বলা হয়ে থাকে। এরা সাধারণত নদীর ধারে, পাহাড়ি ছড়া এবং জলাভূমির আশে পাশে বাস করে। এদের প্রধান খাদ্য মাছ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সায়োদুল আরেফীন বলেন,আমি বন বিভাগকে জানিয়েছি। তারা মেছো বাঘটি নিয়ে গেছে।

এর আগে গত ১৩ এপ্রিল উত্তর নিচিন্তাপুর আজম তালুকদার বাড়িতে ৫/৬ টা মেছো বাঘ দেখা যায়। পরে একটি মেছো বাঘ স্থানীয়রা ধরতে সক্ষম হয়।