অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

টানা ১৫ ঘণ্টা পিপিই পরে করোনার বিরুদ্ধে চিকিৎসকের লড়াই

0
.

এই গরমে করোনার (কোভিড-১৯) বিরুদ্ধে লড়তে গিয়ে দিন-রাত মিলিয়ে টানা ১৫ ঘণ্টা পিপিই পরে থাকতে হচ্ছে চিকিৎসকদের। ফলে, প্রায় দমবন্ধ করা পরিস্থিতিতে হাঁসফাঁস করতে করতে কী অবস্থা হচ্ছে তাদের। টুইটে ছবি প্রকাশ করে তা দেখিয়ে দিলেন সোহিল নামের এক চিকিৎসক। তার সেই টুইট ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। অনেকেই তার ভূয়সী প্রশংসা করছেন।

বুধবার (২৮ এপ্রিল) ওই টুইট করেন দিল্লির চিকিৎসক সোহিল। একটি ছবি প্রকাশ করে টুইটে তিনি লিখেছেন, ‘জাতির সেবা করতে পেরে গর্বিত।’

তিনি আরও লিখেন, সব ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর পক্ষ থেকে বলছি, আমরা সত্যই কঠোর পরিশ্রম করছি… কখনও করোনা রোগী থেকে এক পা দূরে, কখনওবা গুরুতর অসুস্থ বৃদ্ধ থেকে এক ইঞ্চি দূরে …। আমি অনুরোধ করছি, সবাই টিকা নিন… এটা একমাত্র সমাধান! নিরাপদ থাকুন।’

ছবিতে দেখা যাচ্ছে, করোনা রোগীদের চিকিৎসার পর ঘামে কীভাবে ভিজে গেছে চিকিৎসক সোহেলের জামা। মনে হচ্ছে যেন জামা পরে সদ্য গোসল করে এলেন। সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার