অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চমেক ছাত্রলীগের নাছির ও নওফেল গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত

0
.

তুচ্ছ বিষয় নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৫ নেতাকর্মী আহত হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানাগেছে মেইন গেইট এলাকায় সিএমসি ক্যাফেটেরিয়ালের সামনে  প্রতিপক্ষের এক নেতাকে ‘মোটকু ডাকা নিয়ে ছাত্রলীগের আ জ ম নাছির ও

শিক্ষা উপমন্ত্রী নওফেলের অনুসারীদের দুই গ্রুপের হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ক্যাম্পাস ক্যাফেটেরিয়া থেকে বের হওয়ার সময়  আ জ ম নাসিরের অনুসারী রাহাতকে ব্যঙ্গ করে। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি পরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ১০ থেকে ১৫ মিনিট ধরে চলা সংঘর্ষে ৪ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরবর্তীতে নাছিরের অনুসারীরা নওফেলের অনুসারী রানাকে একা পেয়ে মারধর করে। এ নিয়ে তারা আবারও সংঘর্ষে জড়ায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিথির পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ কমিশনার মোখলেসুর রহমান বলেন, সামান্য বিষয়ে তারা সংঘাতে জড়িয়েছে। এখন পুরো ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়েছে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

উত্তর জোনের অতিরিক্ত উপ কমিশনার আবু বকর সিদ্দিক বলেন, উভয়পক্ষ এখন ছাত্রাবাসে অবস্থান করছে। তারা যাতে আবার সংঘর্ষে জড়াতে না পারে সেজন্য আমরা কঠোর অবস্থানে আছি।