অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

একদিনে আরও ৬৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৪৬২

0
.

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৫৮৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৭৪৬২ জন।

মোট শনাক্ত ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩৫১১ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২৪৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ এবং ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৯ লাখ ৪৭ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।