অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

0
CTG FIRE- - Copy
আগুনে পুড়ে যাওয়া ওর্য়াম ইন্টারন্যাশনালের একাংশ। ছবি: বাবুল হোসেন বাবলা

চট্টগ্রাম মহানগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ হোটেল সংলগ্ন একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানে আগুন লেগে মূল্যবান মালামাল পুড়ে গেছে।

বুধবার ভোরে ওর্য়াম ইন্টারন্যাশনাল নামের ওই প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস।

আগুনে প্রতিষ্ঠানটির এসি, দুটি কম্পিউটার, ল্যাপটপ, ফার্নিচার ও অন্যান্য মালামাল পুড়ে গিয়ে ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন প্রতিষ্ঠানটির মালিক কামরুল ইসলাম টিটু। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের লিডার মো. শাহিদুর রহমান জানান, ভোরে আগ্রাবাদ টিএসএন কমপ্লেক্সেস্থ সুন্দরবন কোরিয়ার সার্ভিসের দ্বিতীয় তলায় অবস্থিত পাসপোর্ট ও ভিসা প্রসেসিং এর প্রতিষ্ঠান ওর্য়াম ইন্টারন্যাশনালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভে যায়।

তবে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা দাবী করেন, আগুনে প্রায় ৮০ হাজার টাকার কম্পিউটার সামগ্রী পুড়ে গেলেও প্রায় ২ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।