অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে হেফাজতের সাথে সংঘর্ষ: থানায় হামলা, পুলিশের গুলি, সড়ক অবরোধ

0
.

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সাথে হেফাজতেেইসলামের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় হেফাজন কর্মীরা থানা আক্রমন করে এবং ব্যাপক ভাঙচুর করেছে। পুলিশ হেফাজত কর্মীদের ঠেকাতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। পুলিশের গুলিতে ৬ জন গুলিবিদ্ধ সহ অন্তত ২০ জন আহত হয়েছে।

আজ শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর হাটহাজারী সদরে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ মিছিলে বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

এসময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে। এতে অন্তত ৬ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেন।

সংঘর্ষে হাটহাজারী-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

.

সংঘর্ষের সময় হাটহাজারী এসিল্যান্ড এর গাড়িতে আগুন দিলে গাড়িটি পুড়ে যায়।  বিক্ষুব্ধ কর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি মোবকবেলায় বিপুল সংখ্যক পুলিশ থানার সাসনে অবস্থান করছে।

এ ব্যাপারে জানতে হাটহাজারী থানার ওসি সাকেল এএসপিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বার বার ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি।