অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনায় মারা গেলেন কবি শিল্পী খালিদ আহসান

0
.

করোনায় মারা গেলেন কবি ও শিল্পী খালিদ আহসান (৬২)। আজ সোমবার (২১ মার্চ) সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানাগেছে, প্রায় একমাস যাবত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন তিনি। প্রথমে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল আইসিইউতে ভর্তি করা হলেও পরে তাঁর অবস্থা আরও সংকটাপন্ন হলে ঢাকায় বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিল্পী খালিদ আহসান কক্সবাজার জেলার রাম থানার নুনাছড়া গ্রামের ডা. মোবিনুল হকের ছেলে।

খালিদ আহসানের ঘনিষ্ট্য বন্ধু সাংবাদিক এজাজ মাহমুদ জানান, আজ রাতে খালিদ আহসানের মরদে হঢাকা থেকে চট্টগ্রাম এসে পৌঁছাবে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শ্রদ্ধা জানানোর জন্য খালিদ আহসানের মরদেহ চেরাগী পাহাড় মোড়ে রাখা হবে। এরপর বাদ জোহর কদম মোবারক শাহী জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে কদম মোবারক কবরস্থানে দাফন করা হবে।

কবি,শিল্পী খালিদ আহসানের স্ত্রী আইভি হাসান একজন ফ্যাশন ডিজাইনার।