অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সংসদের দক্ষিণ প্লাজায় ব্যারিস্টার মওদুদের জানাজার অনুমতি মেলেনি

0
.

অনুমতি না পাওয়ায় ব্যারিস্টার মওদুদের জানাজা হচ্ছে না সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আনা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ। দেশে এনে মরদেহ রাখা হবে ইউনাইটেড হাসপাতালের হিমাগারে।

শায়রুল কবির খান বলেন, শুক্রবার (১৯ মার্চ) জাতীয় সংসদে তার জানাজার জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে সেখানে প্রথম জানাজা হবে। এরপর দ্বিতীয় জানাজা হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখান থেকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে শেষ জানাজা হবে। তারপর মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।