অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ব্যারিষ্টার মওদুদ আহমেদের মৃত্যুতে বিএনপির শোক

0
.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তিনি মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় ৬টা ৩০ মিনিটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন।

বরেণ্য এই রাজনীতিবিদের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বেগম রোজী কবির, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, ব্যারিষ্টার মওদুদ আহমেদ ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা। ব্যক্তিজীবনে তিনি একজন আদর্শবাদী মানুষ ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি যুক্ত ছিলেন। দেশ ও দলের প্রতি তার অবদানের জন্য বিএনপি চিরদিন তাকে স্বরণ করবে। বর্তমান রাজনৈতিক সংকটের মধ্যে তার মৃত্য অত্যন্ত কষ্টের। তার মৃত্যুতে বিএনপি একজন দক্ষ ও যোগ্য নেতাকে হারলো।

নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।